ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছোট দুর্যোগ মোকাবিলা না করতে পারলে তুরস্কের মতো পরিস্থিতি হবে!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
ছোট দুর্যোগ মোকাবিলা না করতে পারলে তুরস্কের মতো পরিস্থিতি হবে!

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস বলেন,  ভবন নির্মাণ কোড থাকলে তা বাস্তবায়ন ও নজরদারি প্রয়োজনীয়। ঘটনা ঘটে গেলে দায়িত্ব কারো উপর দিয়ে পার পেয়ে যাবো সেটাই আমরা করি৷ কোনো দুর্যোগ ঘটলে সবাই সেখানে ভিড় জমায়।

ফায়ার সার্ভিস, র‍্যাব, সিটি করপোরেশন, রেড ক্রিসেন্ট, রাজউক সবাই গিয়ে হাজির হয়। আসলে দুর্যোগে শুরুতে কে কাজ করবে সেটা অনেক দায়িত্বশীলরাও জানে না৷ ছোট দুর্যোগ যদি মোকাবিলা না করতে পারলে তুরস্কের মতোই ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

শনিবার (১১মার্চ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) উদ্যোগে 'ভূমিকম্পজনিত দূর্যোগ বুঁকি হ্রাস: প্রস্ততি ও করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র তাপস এসব কথা বলেন৷  

তিনি আরও বলেন, নির্মান সামগ্রীর দাম বেড়েছে বহুগুণ ফলে মানুষ মাননিয়ন্ত্রনে অনাগ্রহী হচ্ছে৷ ফলে যেকোনো সমস্যায় প্রকৌশলীরাই সমাধান দিতে হবে৷ সমস্যার গভীরে যেতে হবে।  তাহলে ভবিষ্যতে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা যাবে।

সেমিনারে বক্তারা বলেন, ভূমিকম্পের ঝুঁকি রোধে প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নগরের সঠিক পরিকল্পনাই যথেষ্ট। ভবন নির্মাণে সাবধানতা অবলম্বন করলে ভূমিকম্পে ক্ষতি কমানো সম্ভব৷ ভবন নির্মাণে স্থানীয় নগরের নীতিমালা মেনে চলতে হবে৷ এছাড়া সরকারের সব সংস্থাগুলোর নজরদারি জোর করাও প্রয়োজন। ভবন মালিকেরা সরকারকে সহযোগিতা করলে ভূমিকম্পের ক্ষতি কমানো সম্ভব৷

সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ, সহকারী সাধারণ সম্পাদক রনক আহসান।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।