ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিলল ফেনসিডিল, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিলল ফেনসিডিল, গ্রেফতার ২

রংপুর: রংপুরের কাউনিয়ায় মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ।

এর আগে এদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটকরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুরের ফরিদপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ নোমান (২০) ও একই এলাকার আব্দুল সালাম সরকারের ছেলে ইউনুস আলী সরকার স্বপন (২০)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্চরভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিস্তা সড়ক সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই মাদক কারবারিকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে রাখা ২৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাহানুর আলম সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ফেনসিডিলসহ আটক দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।