ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ পরিচয়ে পাত্রী দেখতে এসে আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
পুলিশ পরিচয়ে পাত্রী দেখতে এসে আটক 

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় পুলিশ পরিচয়ে পাত্রী দেখতে এসে সোহেল রানা (২৪) নামে এক প্রতারককে আটক করেছে থানা পুলিশ।  

শনিবার (১১ মার্চ) রাতে উপজেলার দিবরদিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোহেল রানা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।

পত্নীতলা থানার এসআই জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, মহদিপুর গ্রামের আলমগীর হোসাইনের মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথন হয় সোহেল রানার। পুলিশে চাকরি করেন বলে নিজেকে পরিচয় দেন সোহেল। দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার বিকেলে সেই মেয়েকে দেখতে তাদরে বাড়ি আসেন সোহেল রানা। এসময় তার পরনে ছিল পুলিশের পোশাক। মেয়ে দেখার একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ হয় বাড়ির লোকজনের। থানা পুলিশে খবর দেয় মেয়েটির পরিবার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া পুলিশ বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।  

এসআই জাফর আহমেদ আরও জানান, আজ (রোববার) সকালে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। এ ঘটনায় একজন পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।