পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নির্মাণাধীন ভবনে মোটর বিস্ফোরণে মো. শফিক (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
শনিবার (১১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়টির মসজিদের পাশে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নির্মাণাধীন আবাসিক ভবনে মোটর বিস্ফোরণ হয়ে চার জন আহত হয়। প্রথমে তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত শফিকের ভাই সোলাইমান বলেন, রাতে পবিপ্রবির ছাত্রলীগের সভাপতি সাগরের সহায়তায় আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। তবে ভাইকে বাঁচাতে পারিনি। অন্যরা চিকিৎসাধীন আছেন।
দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আবদুস সালাম বলেন, রাতে মোটর বিস্ফোরণে চার জন আহতের খবর পেয়েছি। প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসআইএ