ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন, ৫ জন খালাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন, ৫ জন খালাস আদালতের রায়: প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মাদক মামলায় মোসাম্মৎ ফাহিমা নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১২ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন।

একইসঙ্গে ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ফাহিমা (৩৫) আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার শামসুল হক ওরফে বোবা সামছুর স্ত্রী। এ মামলায় বাকি ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা হলেন, শাহজাহান, জালাল, সোহেল, সোনা আক্তার ও হাবু। তাদের মধ্যে শাহজাহান ও জালাল ছাড়া বাকি সবাই পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১২ সালের ৫ নভেম্বর আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার ফাহিমার চৌচালা টিনসেড বসতঘর থেকে ১২৪ বোতল ফেনসিডিল ও ২৫০টি ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে তার দেওয়া তথ্যে পুলিশ আরও ৫ জনকে আটক করে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আসামি করে অভিযোগ পত্র দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।