ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
চোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে চোরাই সিএনজি অটোরিকশাসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. সুজন মিয়া, মো. জাহাঙ্গীর আলম ও মো. শফিকুল ইসলাম।

অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

রোববার (১২ মার্চ) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর উত্তর বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

বুধবার (১৩ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গ্রেফতার আসামিরা আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সদস্য। তারা রাজধানীসহ বিভিন্ন এলাকায় যাত্রীবেশে সিএনজি অটোরিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পর তারা চালককে অজ্ঞান করে বা জোর করে গাড়ি থেকে নামিয়ে সিএনজি নিয়ে চলে যেতেন। এছাড়াও অনেক সময় রাস্তার পাশে সিএনজি রেখে চালক ওয়াশরুমে গেলে তারা নকল চাবি দিয়ে সিএনজি অটোরিকশা চুরি করতেন।

তিনি আরও বলেন, কখনও কখনও তারা চালকের মোবাইল ফোনও ছিনিয়ে নিতেন। সিএনজি অটোরিকশা ছিনিয়ে নেয়ার পর চক্রটি মালিকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করতো। তাদের দাবি অনুযায়ী টাকা পেলে সিএনজি অজ্ঞাত স্থানে রেখে চলে যেতো।

হারুন অর রশীদ জানান, বিশেষ করে সামনে রমজান ও ঈদ আসছে। এ সময়ে সিএনজি চোর চক্রের সদস্যরা সক্রিয় হয়ে ওঠেছেন। বিষয়টি বিবেচনায় রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ প্রতিদিনই তাদের অভিযান পরিচালনা করছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

উদ্ধার হওয়া সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন নম্বর ও ইঞ্জিন নম্বর দেওয়া হলো- গাজীপুর-থ-১১-৪০৫৬, চ্যাসিস নম্বর- AAFZZSWAO1955 ও ইঞ্জিন নম্বর- AAMBSAO6711; রেজিস্ট্রেশন নম্বরবিহীন, চ্যাসিস নম্বর- MD2A27AXOMWM23483 ও ইঞ্জিন নম্বর- AZXWMM77018; রেজিস্ট্রেশনবিহীন, চ্যাসিস নম্বর- MD2A27AZ3HWE12018 ও ইঞ্জিন নম্বর- AZXWHE22862; রেজিস্ট্রেশন নম্বরবিহীন, চ্যাসিস নম্বর- MD2A27AZ8HWA15813, ইঞ্জিন নম্বর- AZZWHA42584; রেজিস্ট্রেশন নম্বরবিহীন, চ্যাসিস নম্বর- MD2AAA77SWCO5979 ও ইঞ্জিন নম্বর- AAMBSO16161।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।