ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের যোগ্য করে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের যোগ্য করে তোলার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা: দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের যোগ্য করে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১৪ মার্চ) বঙ্গভবনে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২২ এর কৃতি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

তরুণ শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রথমবারের মতো দেশ সেরা ৪৫ শিক্ষার্থীকে বঙ্গভবনে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি।

এরপর তাদের সঙ্গে বঙ্গভবনের ক্যাবিনেট হলে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি বলেন, দেশের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সম্মান জানাতে হবে।

শিক্ষার্থীদের চরিত্র গঠন সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, ভালোভাবে পড়ালেখা করতে হবে, নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না।

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা করেন, দেশের উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তরুণ শিক্ষার্থীরা নিজেদের যোগ্য করে গড়ে তুলবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২৩৩৫, ১৪ মার্চ, ২০২৩
এনবি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।