ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে রাস্তার পাশে পড়েছিল হাত-পা বাঁধা মরদেহ

ডিস্ট্রিক্ট কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
টাঙ্গাইলে রাস্তার পাশে পড়েছিল হাত-পা বাঁধা মরদেহ

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১৫ মার্চ) সকালে বাসাইল পৌরসভার গাজীরভাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাসাইল থানার পরিদর্শক তদন্ত মো. হানিফ বাংলানিউজকে জানান, স্থানীয়রা গাজীরভাঙ্গা এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেলারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। এছাড়া নিহতের মুখসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়:১০২৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।