ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি যাত্রীবাহী বাসের চাপায় জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে পৌনে ৯টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের উপজেলার ভুইঁয়াগাঁতী কামারপাড়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জাহাঙ্গীর আলম বেলকুচি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি রায়গঞ্জের তবাড়ীপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ব্লক নির্মাণ প্রতিষ্ঠান জামিল ইকবাল কনস্ট্রাকশনে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, জাহাঙ্গীরসহ তিনজন একটি ভ্যানগাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একতা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। তবে ভ্যানগাড়ির অন্য যাত্রীরা অক্ষত রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ করেছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।