ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সংগ্রহীত ছবি

দিনাজপুর: দিনাজপুরে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেনে (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার দশ মাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার বাঙ্গিবেচা ঘাট এলাকার দবিরউদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল জানান, দিনাজপুর থেকে একটি ট্রাক ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। একই দিক থেকে মোটসাইকেল নিয়ে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। পথেমধ্যে দশ মাইল এলাকায় পৌঁছালে ট্রাকটি পেছন থেকে আনোয়ার হোসেনের মোটরসাইকেলে ধাক্কায় দিলে রাস্তায় পড়ে যান তিনি। পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক এবং হেলপার পলাতক। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ হস্তান্তর ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।