ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন জামা পেয়ে খুশি এতিম শিশুরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন জামা পেয়ে খুশি এতিম শিশুরা

কুমিল্লা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে সরকারি শিশু পরিবারের ১৫ জন এতিম শিশুদের নতুন জামা প্রদান করা হয়। জাতীয় শিশু দিবসে জামা পরে বঙ্গবন্ধুকে নিয়ে গান ও কবিতা পরিবেশন করে তারা।

নতুন জামা পেয়ে তাদের মনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধার পর আলোচনা সভা ও কেক কেটে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করে কুমিল্লা শিক্ষাবোর্ড।  

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের।  

কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য দেন- বোর্ড সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক মো. আজহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বোর্ডের উপ-সচিব একেএম সাহাব উদ্দিন।  

পবিত্র কুরআন থেকে পাঠ করেন হাফেজ মো. আবদুস ছালাম, গীতা থেকে পাঠ করেন সুমন রায়। শুভেচ্ছা বক্তব্য দেন বোর্ডের কর্মচারী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন শেখ।
 
প্রধান আলোচকের বক্তব্যে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন।  তিনি বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। বঙ্গবন্ধু সোনার বাংলা, সোনার মানুষ তৈরির স্বপ্ন দেখিয়েছেন। বঙ্গবন্ধু বলতেন, আমার সন্তানরা থাকবে দুধে-ভাতে। তার স্বপ্ন ছিল, বাংলাদেশের মানুষ ভালো থাকবে। বর্তমানে তার স্বপ্ন সত্যি হতে চলেছে। স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।