ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বিস্ফোরণে নিহত আওলাদের মরদেহ ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
নারায়ণগঞ্জে বিস্ফোরণে নিহত আওলাদের মরদেহ ঢামেকে

ঢাকা: নারায়ণগঞ্জ সদর এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আওলাদ হোসেনের (৫০) মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ডালপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে আহতরা হলেন- দিনজমুর হযরত আলী (৪০), মোহাম্মদ হোসেন (৪০) ও মুদি দোকানের কর্মচারি রবি দত্ত (৪০)।

নিহত আওলাদের সহকর্মী আলমগীর হোসেন জানান, তারা নারায়ণগঞ্জ সদর নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় ট্রাক থেকে মালামাল নামিয়ে ঠেলাগাড়িতে নিচ্ছিলেন। রাস্তায় জ্যাম ছিল। কেউ হেঁটে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ পাশের একটি দোতলা ভবনে বিস্ফোরণ হয়। এতে সেখনকার ইট এসে তাদের মাথায় পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে চারজনকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসক আওলাদকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত চারজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং বাকি তিনজনের অবস্থাও গুরুতর।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।