ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত তিন, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত তিন, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ মার্চ) সকালে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এরআগে, শুক্রবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন সাওঘাট এলাকার রাকিব হোসেন রাজা (২৮) ও শাকিব চৌধুরী। এ বিষয়ে ভুক্তভোগী ইমরান নাজির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, একই এলাকার দোলোয়ার হোসেন ও  ইমনের সঙ্গে বেশ কিছুদিন ধরে ইমরান নাজিরদের জমি সংক্রান্ত বিরোধে চলে আসছিল। শুক্রবার বিকেলে ইমরানের বড় ভাই জাহাঙ্গীর আলম বাড়ির পাশে একটি জমিতে কাজ করছিলেন। এ সময় দোলোয়ার হোসেন, ইমন, বাবুল, তানজিল, আল-আমিন, রুবেল, রাকিব হোসেন রাজা, শাকিব চৌধুরী, রোমান, মনির দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙ্গীর আলমকে জমিতে কাজ করতে বাঁধা দেন। একপর্যায়ে তারা জাহাঙ্গীর আলমকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় ইমরানের বড় বোন মাসুদা আক্তার ও ভাবি সুমি আক্তার বাচাঁতে এগিয়ে আসলে তাদেরও এলোপাথারিভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন।

পরে হামলাকারীরা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। পরে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।