ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৮১৫ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
হবিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৮১৫ পরিবার

 

হবিগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে যাচ্ছে হবিগঞ্জের নয় উপজেলার আরও ৮১৫ পরিবার। আগামী ২২ মার্চ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৮ মার্চ) দুপুরে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের নির্মাণাধীন ৭৫টি ঘর পরিদর্শন করেছেন।

তিনি ঘর নির্মাণ কাজের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এ মান ধরে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সংশ্লিষ্টরা জানান, পইল ইউনিয়নে নির্মাণাধীন ৭৫টি ঘরের মধ্যে প্রধানমন্ত্রী ২৯টি উদ্বোধন করবেন। সদর উপজেলায় সবমিলিয়ে উপহারের ঘরের সংখ্যা ৩৩৭টি।

এদিন জেলার নয় উপজেলায় মোট ৮১৫টি ঘর উদ্বোধন করা হবে। এরপর হবিগঞ্জে মোট উপকারভোগী পরিবারের সংখ্যা হবে ২ হাজার ৮৯৮টি।

পইল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শণের সময় আরও উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আছমা বিনতে রফিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলী নূর ও পইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ প্রমুখ।

এ সময় এমপি আবু জাহির বলেন, যারা প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন তারা আগে অনেকটা যাযাবরের মতো ছিলেন। ঘর দেওয়ার পাশাপাশি তাদের সরকারের পক্ষ থেকে স্বাবলম্বী হওয়ারও সুযোগ দেওয়া হবে। ঘরের বাসিন্দারা এখানে হাঁস-মুরগি পালনসহ সবজি চাষেরও সুযোগ পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণে এ পরিবারগুলোর জীবন বদলে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।