ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় অবৈধ জাল, বাঁধ-স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
আগৈলঝাড়ায় অবৈধ জাল, বাঁধ-স্থাপনা উচ্ছেদ

বরিশাল: আগৈলঝাড়া উপজেলায় দেশিয় প্রজাতির ছোট মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ বিশেষ অভিযানে সরকারি খালে নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। একই সঙ্গে ধ্বংস করা হয়েছে ভেসাল-চট-কারেন্ট ও চায়না দুয়ারী জাল।

এসব জালের আনুমানিক মূল্যে প্রায় ২০ লাখ টাকা।

উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার (২০ মার্চ) সকালে উপজেলার পয়সারহাট সন্ধ্যা নদী থেকে রাজিহার বাশাইল গ্রামের বিভিন্ন সরকারি খালে অবৈধভাবে আড়াআড়ি দেওয়া বাঁধ অপসারণ ও বিভিন্ন প্রকার জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্যে প্রায় ২০ লাখ টাকা।

তিনি বলেন, জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে ধ্বংস করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত উপস্থিত ছিলেন। এর আগে অভিযান পরিচালনাও করেন তিনি। সে সময় উপস্থিত ছিলেন থানা পুলিশ ও আনসার সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।