ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় 

চাঁদপুর: টানা কয়েকদিনের তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে ও বৃষ্টির জন্য চাঁদপুরে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

 

নামাজে ইমামতি করেন চাঁদপুর সদরের শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক ও শহরের নিউ ট্রাক রোড দারুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সোহাইল আহমেদ চিশতী।

স্থানীয় পীর-মাশায়েখদের আয়োজনে নামাজ ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা অংশ নেন।  

নামাজ শেষে খুতবা পাঠসহ সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও সকাল ১০টায় চাঁদপুরের হাজীগঞ্জ মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃষ্টির জন্য পৃথক আরেকটি ইসতিসকার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।  

নামাজ ইমামতি করেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।