ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২ পাচারকারীর জুতার মধ্যে মিলল কোটি টাকার স্বর্ণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
২ পাচারকারীর জুতার মধ্যে মিলল কোটি টাকার স্বর্ণ

বেনাপোল (যশোর): শার্শা সীমান্ত এলাকায় দুজনের জুতার ভেতরে ১০টি স্বর্ণের বার পেয়েছে বিজিবি। এসময় আটক করা হয়েছে দুই পাচারকারীকে।

এক কেজি ১৬৭ গ্রাম ওজনের এ স্বর্ণের দাম প্রায় এক কোটি টাকা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে শার্শা উপজেলার জামতলা এলাকা থেকে স্বর্ণের বড় এ চালানটিসহ তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গা জেলার বিল্লা হোসেনের ছেলে নয়ন (১৮)।

খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, শার্শা উপজেলার জামতলা এলাকা দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে জামতলা বাজারে অবস্থান নেয় বিজিবি। এসময় সীমান্তের দিকে হেঁটে যেতে দেখে জাফর ও নয়ন নামে দুজনকে আটক করে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের জুতার মধ্যে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।  

আটক দুজনের নামে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ