ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ির বাজার নজরদারিতে ডিসি-এসপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
খাগড়াছড়ির বাজার নজরদারিতে ডিসি-এসপি

খাগড়াছড়ি: পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে খাগড়াছড়ি বাজারে নজরদারিতে নেমেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) মো. সহিদুজ্জামান ও পুলিশ সপার (ডিসি-এসপি ) মো. নাইমুল হকের নেতৃত্বে একটি দল শহরের সবজি, মাছ, মাংস ও খুচরা বাজারে বিভিন্ন দোকান পরিদর্শন করেন।

এ সময় সব ব্যবসা প্রতিষ্ঠানে জনগণের সুবিধায় পণ্যের মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।  

জেলা প্রশাসক সহিদুজ্জামান ও পুলিশ সুপার মো নাইমুল হক বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ানো যাবে না। অতিরিক্ত মুনাফার আশায় পঁচা, বাসি ও ভেজাল খাদ্যদ্রব্য যেন বিক্রি করা না হয় সেদিকেও জেলা ও পুলিশ প্রশাসন নজড়দারি করবে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করা হবে বলেও জানান তারা।  

এ সময় খাগড়াছড়ি বাজার ব্যবসা সমিতির নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।