ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ৮ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
ফরিদপুরে ৮ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে আট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে সালথা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী।  

একই সময় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন, পাইকারি ও খুচরা পর্যায়ে পণ্যের অস্বাভাবিক দর বৃদ্ধি বিদ্যমান কি না ও লাইসেন্স অনুমোদিত পরিমাণ অপেক্ষা অধিক চালের মজুদ করা হচ্ছে কি না তা তদারকি করা হয়।  

অভিযানে উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়সহ সালথা থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন।  

এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অসঙ্গতির কারণে মুদি দোকানি দুলাল মীর, ফজল আলী, মাংস ব্যবসায়ী কুদ্দুস মোল্লা, সাগর ইসলাম, বিল্লাল, লুৎফর, ইরানসহ আটজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেককে এক হাজার করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।