ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাত ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন 

হারুন-অর-রশীদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
সাত ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন 

ফরিদপুর: ফরিদপুরে সাতটি বিদেশী ভাষায় উপস্থাপন  করা হয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছে ফরিদপুর জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৩টায় ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক এ ভাষণ ইংরেজী, স্প্যানিশ, ফ্রান্স, জাপানি, চাইনিজ, হিন্দি ও আরবি ভাষায় উপস্থাপন করা হয়।

এ উপলক্ষে ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ আয়োজন করা হয়।

স্প্যানিশ ভাষায় তানভীন ইসলাম, আরবি ভাষায় সাইফুল ইসলাম, ফ্রান্স ভাষায় কৌশিক সাহা, ইংরেজি ভাষায় ফারহানা জামান, জাপানি ভাষায় দিলীপ মন্ডল, হিন্দি ভাষায় শ্রেয়া তুলসিয়াম প্রীতি ও বাংলা ভাষায় আফিয়া রহমান ৭ মার্চের ভাষণ দেন।  

এব্যাপারে জানতে চাইলে স্প্যানিশ ভাষায় ৭ মার্চ ভাষণ দেওয়া তানভীন ইসলাম বাংলানিউজকে বলেন, আমার জীবনের এটা শ্রেষ্ঠ অর্জন। আমি ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্প্যানিশ ভাষায় দিতে পেরে আনন্দিত। ব্যতিক্রম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। ইতিহাসের অংশ হিসেবে নিজের নাম লেখাতে পারলাম।

ইংরেজি ভাষায় বক্তব্য দেওয়া ফারজানা জামান বাংলানিউজকে বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইংরেজি ভাষায় দিতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমি ঐতিহাসিক এ ভাষণ বিদেশীদের কাছে তুলে ধরতে পারছি, সাথে বিশ্ববাসী জানতে পারছে বঙ্গবন্ধুকে। যা আমাদের দেশের জন্যও গর্বের

জাপানি ভাষায় বক্তব্য দেওয়া দিলীপ মণ্ডল বাংলানিউজকে বলেন, ৭ মার্চের ভাষণ জাপানি ভাষায় তুলে ধরতে পেরে বেশ ভালো লাগছে। আমাদের বঙ্গবন্ধুর এ ঐতিহাসিক ভাষণ জাপানিরাও জানতে পারবে।  

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় পরিবেশনে বহির্বিশ্বে মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আন্তর্জাতিকভাবে জ্ঞান লাভের সুযোগ সৃষ্টি হবে বলে দাবি বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা।

ব্যতিক্রমী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ফরিদপুরে জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।