ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
দাউদকান্দিতে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।  

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার রায়পুর দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩০) এবং দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবুল কাশেমের স্ত্রী জ্যোৎস্না বেগম (৫৫)।  

আহতরা হলেন- শিশু যাত্রী নুসরাত জাহান (৭) এবং অটোরিকশা চালক মাজহারুল ইসলাম (৩৮)। আহতদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে জ্যোৎস্না বেগম এবং হাসপাতালে নেওয়ার পথে ইয়াকুব আলী মারা যান।  

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। চালক পলাতক রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।