ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেল নিয়ে পালিয়েছিলেন রাজু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেল নিয়ে পালিয়েছিলেন রাজু

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় এক মোটরসাইকেল চোরকে ধরেছে পুলিশ।  

শুক্রবার (২৪ মার্চ) উপজেলায় বহরইল দিঘীপাড়া এলাকা থেকে ওই চোরকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেফতার চোরের নাম রাজু ইসলাম (২৩)। তিনি পাশের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার লক্ষ্মীপুর মোড়ের রুস্তুম আলীর ছেলে।  

কেনার আগে চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেল নিয়ে পালিয়েছিলেন এই রাজু।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এসব তথ্য জানান।  

তিনি বলেন, ফেসবুকে বিজ্ঞপ্তি দেখে মোটরসাইকেলটি কিনতে এর মালিক তানজিমের সঙ্গে যোগাযোগ করেন রাজু ইসলাম। কথা মতো গত ২১ মার্চ মোটরসাইকেলটি নিয়ে রাজশাহী মহানগরীর হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ে আসেন তানজিম। সেখানে মোটরসাইকেলটি চালিয়ে দেখার কথা বলেন রাজু।   তানজিমকে পেছনে বসিয়ে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরেন। এক পর্যায়ে তানজিম মোটরসাইকেল থেকে নেমে মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে দর-দামের বিষয়ে কথা বলছিলেন।

এই সুযোগে চালকের আসনে বসে থাকা রাজু কৌশলে মোটরসাইকেলটি নিয়ে কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে পালিয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পরও রাজু ফিরে না আসলে তানজিম তার মোবাইল ফোনে কল দেন।  সেটি বন্ধ পাওয়া যায়। এতে তানজিম বুঝতে পারেন অভিনব কৌশলে তার মোটরসাইকেলটি চুরি করেছে রাজু। তারপর তানজিমের মা কাশিয়াডাঙ্গা থানায় গিয়ে এই ঘটনায় মোটরসাইকেল চুরির মামলা করেন।

পরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে। এরপর ২৪ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানা পুলিশের সহায়তায় অভিযান চালায়। পুলিশ রাজশাহীর তানোর উপজেলার বহরইল দিঘীপাড়া এলাকা থেকে রাজুকে গ্রেফতার করে।  

গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এসএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।