ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
পুঠিয়ায় কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ৩৩ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের মূর্তিসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

শনিবার (২৫ মার্চ) দুপুরে এ অভিযান চালানো হয়।



আটককৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ীর মোহনপুর গ্রামের জহুরুল হক (৪৫) ও পুঠিয়ার খলিফাপাড়া গ্রামের মৃত শের মোহাম্মদের ছেলে সম্রাট (১৬)।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ পুঠিয়ায় অভিযান চালিয়ে এই কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি পাচারের জন্য তারা নিজ দখলে রেখেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।  

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।