ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বনানীতে অ্যাম্বুলেন্সে লাগা আগুন নির্বাপন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
বনানীতে অ্যাম্বুলেন্সে লাগা আগুন নির্বাপন প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনানী কবরস্থান রোড এলাকায় একটি অ্যাম্বুলেন্সে লাগা আগুন নির্বাপন করেছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে ইঞ্জিনে ‘ওভারহিটের’ কারণে এই আগুনের ঘটনা ঘটে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে বনানী কবরস্থান রোডে রোগীবিহীন ওই অ্যাম্বুলেন্সে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এর আগে অ্যাম্বুলেন্সে লাগা আগুনে গাড়িটির অধিকাংশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার জীবন মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়। তবে অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকলেও শুধু চালক ছিল। তিনিও অক্ষত রয়েছেন। তবে আগুনে অ্যাম্বুলেন্সের অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।