ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

ঢাকা: রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থাপিত এ বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন তিনি।

এসময় আইজিপি বলেন, স্বাধীনতা কীভাবে হয়েছিল একটি প্রজন্ম সেটা ভুলতে বসেছিল। সেই থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন তারপর থেকে আবারও দেশ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে।

বঙ্গবন্ধু কর্নার স্থাপনের জন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, দেশকে এবং জাতিকে আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য আমরা বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা শুরু করেছি।

তিনি বলেন, আজ আমাদের পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং নবীন অফিসার ও তাদের পরিবার বঙ্গবন্ধুকে জানতে পারবেন।

বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনের মাধ্যমে আগামী প্রজন্মের শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধ ও কী চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা জানার আগ্রহ সৃষ্টি হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।