ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি দুই অফিসে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
সরকারি দুই অফিসে দুদকের অভিযান

ঢাকা: নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সরকারি দুই আঞ্চলিক অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগে গাইবান্ধায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে এবং ঘুষ নিয়ে অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডে অভিযান পরিচালনা করে দুদক।

সোমবার (২৭ মার্চ) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গাইবান্ধায় অভিযান পরিচালনাকালে দুদক টিম ছদ্মবেশে সরেজমিনে আঞ্চলিক পাসপোর্ট অফিস পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণকালে এনফোর্সমেন্ট টিমের কাছে বেশ কিছু অনিয়ম প্রতীয়মান হয়। পরবর্তীতে অনিয়মগুলো আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকে অবহিত করা হয়। আবেদনপত্রে অযৌক্তিক ভুল বের করে পাসপোর্ট সেবা প্রদানে হয়রানির অভিযোগ তাৎক্ষণিক অভিযানে প্রাথমিক সত্যতা প্রতিষ্ঠা করা যায়নি।

এদিকে, সহকারী রাজস্ব কর্মকর্তা ও সার্ভেয়ারের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডে দুদকের চাঁদপুর জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। । ঘুষের বিনিময়ে পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণে সহযোগিতা এবং পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া যায়।  

অভিযানকালে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এক ব্যক্তি অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে রেখেছেন। পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জায়গা থেকে বর্তমানে অবৈধভাবে বালু উত্তোলন প্রক্রিয়া চলমান নেই। তবে পানি উন্নয়ন বোর্ডের পার্শ্ববর্তী একটি জায়গায় অবৈধভাবে দখল করে বালু ফেলে রেখেছেন একজন ঠিকাদার। পানি উন্নয়ন বোর্ড থেকে ইতোমধ্যে তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।