ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ২২ লাখ টাকার হেরোইন জব্দ

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
কুষ্টিয়ায় ২২ লাখ টাকার হেরোইন জব্দ

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ১ কেজি ১২০ গ্রাম মালিক বিহীন হেরোইন জব্দ করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি।

সোমবার (২৭ মার্চ) দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা নামক স্থানে মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামি একটি যাত্রীবাহী বাস থেকে এই মাদক জব্দ করা হয়।

৪৭-বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী আলহাজ্ব পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা।

এ সময় যাত্রীবাহী বাস থেকে তল্লাশি করে এক কেজি ১২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা। পরে জব্দ করা হিরোইন সদর দপ্তরের জমা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।