ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাসে ৩০ কেজি চাল পাচ্ছেন হবিগঞ্জের ১৭ হাজার নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
মাসে ৩০ কেজি চাল পাচ্ছেন হবিগঞ্জের ১৭ হাজার নারী

হবিগঞ্জ: জেলায় ১৭ হাজার ২১৭ জন প্রান্তিক নারী প্রতি মাসে ৩০ কেজি করে সরকারি চাল পাচ্ছেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় নারীদের এ সহযোগিতা দেওয়া হয়।

সম্প্রতি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর জানিয়েছে, হবিগঞ্জের ৭৮টি ইউনিয়নের ১৭ হাজার ২১৭ জন প্রান্তিক নারীকে ভিডব্লিউবির কার্ড দেওয়া হয়েছে।

তাদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় এক হাজার ৪৫৪ জন, শায়েস্তাগঞ্জে ৩২৩, লাখাইয়ে দুই হাজার ১৭৫, বানিয়াচংয়ে দুই হাজার ৩৭৫, আজমিরীগঞ্জে দুই হাজার ৩১৯, নবীগঞ্জে দুই হাজার ১৯৬, বাহুবলে দুই হাজার ১৪০ ও মাধবপুরে দুই হাজার ৩৪ জন ও চুনারুঘাট উপজেলায় দুই হাজার ২০১ জন।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার জানান, কার্ডধারী নারীরা আগামী দুই বছর প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন। এরপর তাদের আয়বর্ধক প্রশিক্ষণ ও কেউ চাইলে এ কার্ডের মাধ্যমে ক্ষুদ্র ঋণও নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।