ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এলিফ্যান্ট রোডে আগুন: এক লেন বন্ধ, অন্য লেনে ধীরগতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এলিফ্যান্ট রোডে আগুন: এক লেন বন্ধ, অন্য লেনে ধীরগতি

ঢাকা: রাজধানীর এলিফেন্ট রোডের সেলটেক সিয়েরা কম্পিউটার সিটি ভবনে লাগা আগুনের ঘটনায় সামনের রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্য লেনে গাড়ি চলছে, তাও ধীর গতিতে।

এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

রোববার (২৭ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জানা গেছে, শাহবাগ থেকে সায়েন্স ল্যাবমুখী লেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। কাঁটাবন থেকে নিউমার্কেটের দিকে পরিবহনগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু।

আগুনের তথ্য দিয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরে দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের সেলটেক সিয়েরা কম্পিউটার সিটির ৯তলা ভবনের পাঁচ তলায় আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করছে।

আগুনের ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।