ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
কমলনগরে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে অভিযান চালিয়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরের দিকে অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা) নুর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

জানা গেছেঝ, মূল্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ইফাজ মেডিকেল হলকে আট হাজার, মূল্য তালিকা না থাকায় ভাই ভাই ফল বিতানকে দুই হাজার, ভাই ভাই কনফেকশনারিকে তিন হাজার, সিটি বেকারিকে তিন হাজার, নিউ মদিনা হোটেলকে আট হাজার ও রিয়াজ ফল বিতানকে এক হাজার মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মনির হোসেন ও কমলনগর  থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া সবাইকে নায্যমূল্যে পণ্য বিক্রির জন্য আইনগত সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।