ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অনুমোদনহীন শিশুখাদ্য তৈরি, কারখানার ৩ কর্মচারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
অনুমোদনহীন শিশুখাদ্য তৈরি, কারখানার ৩ কর্মচারী গ্রেফতার

ঢাকা: রাজধানীতে অনুমোদনবিহীন শিশুখাদ্য তৈরির অভিযোগে এ আর কনজ্যুমার লিমিটেড নামের একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

অভিযানে অনুমোদহীন শিশুখাদ্য তৈরির অভিযোগে কারখানাটির তিন কর্মচারীকে গ্রেফতার করা হয়৷ পাশাপাশি জব্দ করা হয় বিপুল পরিমাণ অনুমোদনহীন শিশুখাদ্য।

বুধবার (২৯ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জিএমপি (ডিবি) যৌথভাবে মোহাম্মদপুরের বসিলা ব্রিজ সংলগ্ন এ আর কনজ্যুমার লিমিটেড নামের একটি কারখানায় অভিযান চালায়।

অভিযানে দেখা যায়, কারখানাটিতে রোব্বো (Robbo) নামের ললিপপ ও ম্যাংগো ফ্লেবারের জুস তৈরি হচ্ছিল। বিএসটিআই থেকে ‘এ আর কনজ্যুমার লিমিটেড’ নামে শিশুখাদ্য দুটির মোড়কজাত করণের অনুমোদন থাকলেও সিএম (CM) লাইসেন্স ছিল না। এছাড়া ম্যাংগো ফ্লেবার জুসের মোড়কে এ আর কনজ্যুমার লিমিটেডের পরিবর্তে ভেগান (Vegan) নাম দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযানে কারখানাটির তিন কর্মচারীকে গ্রেফতার করা হয়। তবে মালিক আগেই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।

এই বিষয়ে জিএমপি আজ (বুধবার) বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার পাশাপাশি সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং জিএমপির ডিসির (ডিবি) নেতৃত্বে অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল এবং জিএমপির সদস্যরা উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসসি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।