ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পাচ্ছে ফেনীর ৪২৬ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পাচ্ছে ফেনীর ৪২৬ শিক্ষার্থী

ফেনী: ফেনীতে মাধ্যমিক ও সমমানের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবলেট বিতরণ করা হয়েছে।  

বুধবার (২৯মার্চ) সকালে ফেনী সদর উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।  

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এ এম খালেদ সারোয়ারের সঞ্চালনায় বক্তব্য দেন ফেনী শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী বিকাশ চন্দ্র সূত্রধর।

আয়োজক সূত্রে জানা যায়, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট সমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই আলোকে ফেনী সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী ৪২৬ জন শিক্ষার্থীর মধ্যে উপজেলা পরিসংখ্যান বিভাগের পৃষ্ঠপোষকতায় এ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী বিকাশ চন্দ্র সূত্রধর বলেন, ট্যাব ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অজানাকে জানার সুযোগ তৈরি হবে। পাঠ্যপুস্তকের বাইরের প্রয়োজনীয় তথ্যও জানা যাবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী চিন্তার অংশ। প্রযুক্তি নির্ভর অবাধ বিচরণের ক্ষেত্রে এ ট্যাব গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহারে অজানাকে জেনে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারবে। প্রধানমন্ত্রী দেশকে নিয়ে ভাবেন বলেই এ উদ্যোগ।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।