ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে যুবকের মরদেহ

সিলেট: নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠলো গোসল করতে গিয়ে ডুবে যাওয়া যুবকের মরদেহ।

বুধবার (২৯ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে রবইকান্দি এলাকার ৩ নং রোডের পাশে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুরমা নদীর কিন ব্রিজের নিচে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই যুবক। প্রত্যক্ষদর্শীরা জাতীয় জরুরি সেবায় কল করে সহযোগিতা চান। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযানে নামলেও নদীতে নিখোঁজ যুবকের কোনো সন্ধান না পাওয়ায় ওই দিনই উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

স্থানীয়ারা জানান, রবইকান্দি এলাকার ৩নং সড়কের পাশে নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শামসুদ্দোহা বলেন, নদী থেকে উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর হবে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।