ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় শাহজাহান আলী (৬৫) নামে এক বাইসাইকেলআরোহীর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৯ মার্চ) দুপুরের দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে সদর উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান কাজিপুর উপজেলার গান্ধাইল গ্ৰামের বাসিন্দা। এ ঘটনায় ট্রাকসহ চালক স্বপন আলীকে  আটক করেছে পুলিশ।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে কাজিপুর থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে সীমান্তবাজার এলাকায় ট্রাকটি বাইসাইকেলের আরোহী শাহজাহান আলীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নান্নু খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকসহ চালককে আটক করেন। পরে পুলিশ গিয়ে ট্রাকসহ  চালককে আটক করে থানায় নিয়ে এসেছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।