ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শান্তিনগরে আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
শান্তিনগরে আগুন নিয়ন্ত্রণে ফাইল ছবি

ঢাকা: রাজধানীর শান্তিনগর মোড়ে একটি পরিত্যাক্ত ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। পরে খরব পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আগুনের খরব পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে ৮টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের টেলিফোনে অপারেটর আহসান হাবীব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর ডাম্পিং এর কাজ চলমান রয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসজেএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।