ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জালালাবাদ গ্যাসের নতুন এমডি মনজুর আহমদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
জালালাবাদ গ্যাসের নতুন এমডি মনজুর আহমদ

সিলেট: জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী।  

তিনি গত মঙ্গলবার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের এমডি হিসেবে যোগদান করেন।

প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী ১৯৬৫ সালের ১ জানুয়ারি সিলেট শহরের আম্বরখানা বড়বাজার এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ডা. এ এফ এম সাব্বির আহমদ চৌধুরী ও মায়ের নাম আয়েশা খানম চৌধুরী।  

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) ডিগ্রি লাভ করেন। ১৯৯১ সালে তিনি সহকারি প্রকৌশলী হিসেবে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডে যোগদান করেন।

তিনি এর আগে কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ইতালিতে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।