ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
রংপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু রিভানা আক্তার

রংপুর: নগরীতে ট্রাকের  চাকায় পিষ্ট হয়ে রিভানা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার স্বামী মমদল মিয়া।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

তাদের বাড়ি দিনাজপুর জেলার খালিবপুর নবাবগঞ্জে। বিষয়টি নিশ্চিত করেছেন ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর নগরীর ধাপ চেকপোস্ট এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয় ওই নারী। এ সময় গুরুতর আহত হয় মোটরসাইকেল চালকও। তারা দু’জনেই স্বামী স্ত্রী। ঘটনার পরে দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিভানাকে মৃত ঘোষণা করেন। আর মেডিকেলে চিকিৎসাধীন আছেন নিহতের স্বামী।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও  ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

বাংলাদেম সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।