ঢাকা: রাজধানীর ডেমরা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান জানান, ডেমরা চৌরাস্তায় মাদক কারবারিরা গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জিসান ও তরিকুলকে চার কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
পিএম/আরএইচ