বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈকত পাণ্ডে (২০) নামে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) সকালে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনেরা জানান, নিজ বাড়ির পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সৈকত। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শিশির কুমার গাইন তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এমএস/এসআইএ