ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৪ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৪ সদস্য আটক

ঢাকা: গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের দলনেতাসহ চার সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

ছিনতাই চক্রের দলের মূলহোতা মো. শামীম (২৩), এছাড়া অন্যান্য সদস্যরা হলেন মো. সালমন মিয়া (২২), রবি রায় (২০) ও মো. নুরনবী ওরফে বাবু (৪২)।

অভিযানে তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি চাকু ও দুইটি স্পেয়ার ব্লেড উদ্ধার করা হয়।  

রোববার (২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, ভোরে ছিনতাইয়ের উদ্দেশ্যে আসামিরা টঙ্গীতে সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে অবস্থান করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের টিম ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ চার সদস্যকে আটক করে।  

আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।