ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
উল্লাপাড়ায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালু বোঝাই ট্রাকের চাপায় আব্দুল মান্নান (৩২) নামে ব্যাটারিচালিত অটোভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।

 

রোববার (২ এপ্রিল) দুপুরে হাটিকুমরুল-নগরবাড়ির মহাসড়কে উল্লাপাড়া উপজেলার নবগ্রাম খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আব্দুল মান্নান উপজেলার রতন কাওয়াক গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আহত ভ্যানযাত্রী আন্না খাতুন (২০), সামিরা খাতুন (১৮) ও অজ্ঞাত একজনকে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে অটোভ্যানটি উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

উল্লাপাড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। আহতদের চিকিৎসার জন্য উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজন মারা গেছে বলে শুনেছি। তার মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।