ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে সাড়ে ১৭ কেজির কাতল ২৯ হাজারে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
রাজবাড়ীতে সাড়ে ১৭ কেজির কাতল ২৯ হাজারে বিক্রি

রাজবাড়ী: রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জালে ধরা পড়া
সাড়ে ১৭ কেজি ওজনের বিশাল আকারের কাতল মাছটি ২৮ হাজার ৮৭৫ টাকায় বিক্রি হয়েছে। এর আগে রোববার (২ এপ্রিল) ভোরে আনোয়ার হালদারের জালে মাছটি ধরা পড়ে।

এরপর সকাল সাড়ে ৭টার দিকে তিনি কাতল মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে আনলে স্থানীয় শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ২৮ হাজার টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, রোববার সকালে কাতল মাছটি কেনার পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বাগেরহাট জেলার এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৮৭৫ টাকায় সামান্য লাভে বিক্রি করেছি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।