ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে পরিচয় মিলেছে সেই মরদেহের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
মুজিবনগরে পরিচয় মিলেছে সেই মরদেহের

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই ব্যক্তির নাম সোহেল রানা।

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের ইমাদুল হকের ছেলে তিনি।

মুজিবনগর থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমারের ফেসবুকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছবি প্রকাশ করার পর সোহেল রানার পরিবারের লোকজন মুজিবনগর গিয়ে পরিচয় শনাক্ত করেন।

এসআই উত্তম কুমার বলেন, দারিয়াপুর কবরস্থানে অজ্ঞাতপরিচয় হিসেবে দাফনের প্রস্তুতি চলছিল। কবর খোঁড়া হয়ে গিয়েছিল। এ সময় তার পরিবারের লোকজন এসে শনাক্ত করেন। বুড়িপুতা ইউনিয়ন পরিষদের মেম্বর ইমাদুল হক, তার বাবা ইমাদুল ইসলামসহ পরিবারের অন্যান্য লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

পরিবারিক সূত্রের বরাত দিয়ে উত্তম কুমার বলেন, সোহেল রানা প্রতিবন্ধী। শনিবার (১ এপ্রিল) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।