ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চলন্ত পিকআপে ছিনতাইকারীর থাবা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
চলন্ত পিকআপে ছিনতাইকারীর থাবা আহত পিকআপ চালক অমিত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত পিকআপে ছিনতাইকারীর থাবায় চালক অমিত সরকার (৩৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২ এপ্রিল) আনুমানিক রাত ১০টার দিকে কাজলা রোডে এ ঘটনা ঘটে।

চালক অমিত সরকার জানান, যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট থেকে কাঠবোঝাই পিকআপ নিয়ে মোহাম্মদপুর যাচ্ছিলেন। যানজটের কারণে কাজলা রোডে গাড়িটির গতি কমলে হঠাৎ করে জানালা দিয়ে ছিনতাইকারী তার হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার বুক পকেটে থাকা কিছু টাকা নিয়ে যায়।

সেই অবস্থায় তিনি নিজেই ক্ষতস্থান একটি গামছা দিয়ে বেঁধে পিকআপ চালিয়ে হাসপাতালে আসেন। ঘটনার সময় একজন ছিনতাইকারীকে তিনি দেখেছেন। তবে আশপাশে আরও দুই একজন থাকতে পারে বলে তার ধারণা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ওই চালক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার হাতে কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত আছে।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।