ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান মোহাম্মদ আবু ফয়েজ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ। এসময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

রোববার (২ এপ্রিল) তাকে গ্রেফতারের বিষয়টি জানান ডিবি গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া ফুটওভার ব্রিজে ইয়াবা বিক্রির জন্য একজন অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ ফয়েজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফয়েজ কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।