ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি ভারতীয় পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

সোমবার (০৩ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সোমবার ভোরে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত রামকষ্ণপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৫৪/৯-এস এর আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইনসাফনগর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরাধী অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায়  ভারতীয় পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।