ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নতুন কাপড় পেয়ে আনন্দিত ৫০ এতিম শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
নতুন কাপড় পেয়ে আনন্দিত ৫০ এতিম শিশু

পটুয়াখালী: জেলায় প্রফেসর এ.কে.এম শহিদুল ইসলাম ট্রাস্ট-এর উদ্যোগে ৫০ জন হতদরিদ্র ও অসহায় পরিবারের শিক্ষার্থীদের মধ্যে ঈদ পোশাক ও নগদ ৩০ হাজার টাকা অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি ও পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে এম শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, ট্রাষ্টের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, অতুল চন্দ্র দাস, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ সাংবাদিকেরা।

জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম তিনি বলেন, এ ক্ষুদ্র প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করতে এ.কে.এম শহিদুল ইসলাম ট্রাস্ট যেভাবে আন্তরিকতার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে, সেটি সত্যিই অতুলনীয়। তাদের এ উদার মানসিকতা সমাজের অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে বলে আশা রাখি।

বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান তিনি বলেন, সারা পৃথিবীতে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের মাদরাসার শিক্ষার্থীরা মেধার দিক থেকে কোনো অংশে কম নয়। এজন্য তাদেরকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তারা প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বে জায়গা করে নিতে পারে।

এ প্রসঙ্গে অনুষ্ঠানের ট্রাষ্টের সভাপতি এ.কে.এম শহিদুল ইসলাম বলেন,  প্রতিষ্ঠার পর থেকেই পটুয়াখালীর অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছি আমরা। এক্ষেত্রে শিক্ষার বিষয়টিকে আমরা বরাবরই অধিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকি। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার পটুয়াখালী মাদরাসার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। প্রতিষ্ঠার পর থেকেই অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছি আমরা।

অনুষ্ঠানে ৫০ জন এতিম শিশুর মাঝে পাঞ্জাবি ও পাজামার কাপর এবং জনপ্রতি ৬০০ টাকা করে পোশাক তৈরির মজুরি বাবদ মোট ৩০ হাজার টাকার নগদ অনুদান দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।