ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. পারভেজ (২৮) নামে এক যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ।  

সোমবার (৩ এপ্রিল) ভোররাতে মেঘনাঘাটের আসারিয়ারচর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে-ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটক যুবক পারভেজ কক্সবাজার সদর পৌরসভা ১০নং ওয়ার্ডের মোহাজেরপাড়া এলাকার আবু মিয়ার ছেলে।  

তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল নারায়নগঞ্জ- শেখ বিল্লাল হোসেন এবং সোনারগাঁও থানা ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মাহাবুব আলমের নেতৃত্বে অভিযানিক দল জানতে পারে যে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়নগঞ্জ আসছে। ওই সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি মেঘনা ঘাট এলাকায় ওঁত পেতে থাকে। সোমবার ভোর রাত ৪টা ৪৫ মিনিটে মেঘনাঘাট সংলগ্ন আসারিয়ারচর পুলিশ চেকপোস্টের সামনে- ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে তাকে আটক করতে সক্ষম হয়।  

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এমআরপি/এসআইএ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।