ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঈদ উপলক্ষে সাভারের মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
ঈদ উপলক্ষে সাভারের মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাভার (ঢাকা): ঈদকে সামনে রেখে দুর্ঘটনা এড়াতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ফিটনেসবিহীন পরিবহন চলাচল রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

সোমবার (৩ এপ্রিল) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার হাইওয়ে থানার সামনে এ অভিযান পরিচালনা করে বিআরটিএ আদালত-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাছেম বিল্লাহ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাছেম বিল্লাহ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ও নিরাপদ সড়কের দাবিকে নিশ্চিত করার জন্য আজ সারাদেশসহ এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়া ঈদকে সামনে রেখে সড়কে যেনো ফিটনেসবিহীন ও রোড পারমিটবিহীন গাড়ি যেনো চলতে না পারে সেটা নিশ্চিতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা ইতোমধ্যে কয়েকটি মামলা দিয়েছি। আজ সারাদিন অভিযান চলবে।

অভিযানে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আহমেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।