ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
বগুড়ায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামে ট্রাকচাপায় সাইনুর ইসলাম (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।  

সোমবার (৩ এপ্রিল) দুপুরে বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাইনুর ওই গ্রামের শাজাহান প্রামাণিকের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারিয়াকান্দির কুতুবপুর থেকে দুপুর দেড়টার দিকে একটি ইটবোঝাই ট্রাক জোড়গাছা গ্রামে এলে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক সাইনুনের মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।